ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
বাবা হারালেন রাজ চক্রবর্তী বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তী

না ফেরার দেশে চলে গেলেন টলিউডের নন্দিত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান পরিস্থিতির কারণে নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষা হয়৷ দু’বারের পরীক্ষাতেই তার রিপোর্ট নেগেটিভ আসে৷ যদিও রাজের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে৷ তাই তিনি থাকতে শুরু করেন আইসোলেশনে।  

এরই মধ্যে বাবার মৃত্যুর খবরে খুবই মর্মাহত রাজ। গোটা চক্রবর্তী পরিবার শোকাহত। করোনা আবহে বাবাকে শেষ দেখা দেখতে পারবেন কিনা, সে ব্যাপারেও নিশ্চিত নন পরিচালক।

অন্যদিকে, রাজের স্ত্রী-অভিনেত্রী শুভশ্রী গর্ভবতী। কিছুদিনের মধ্যেই বাড়িতে খুশির খবর আসার কথা৷ তার মধ্যেই ছন্দপতন৷ শ্বশুরের সঙ্গে শুভশ্রীর সম্পর্কও ছিল দারুণ৷ অনেক সময়েই শ্বশুরের সঙ্গে ছবি পোস্ট করতেন নায়িকা, পারিবারিক ছবিতে খোশ মেজাজে দেখা যেত শ্বশুর ও বৌমাকে৷ তাই শ্বশুরের মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভশ্রীও।  

বাসাতেই থাকছেন শুভশ্রী৷ তার এবং পরিবারের অন্যদের করোনা টেস্ট হয়৷ প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে৷

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।