ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকেই নতুন অ্যালবাম প্রকাশ করলেন কেটি পেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
হাসপাতাল থেকেই নতুন অ্যালবাম প্রকাশ করলেন কেটি পেরি

একদিন আগেই মা হয়েছেন কেটি পেরি। উচ্ছ্বসিত ভক্ত ও স্বজনরা শুভেচ্ছায় সিক্ত করছেন কেটি পেরি ও ওরল্যান্ডো ব্লুম দম্পতিকে।

তবে ভক্তদের ভালোবাসার বিনিময়ে ঠিক এই মুহূর্তেই তাদের আনন্দকে বহুগুনে বাড়িয়ে দিতে কেটির ঝুলি থেকে যে তার নতুন অ্যালবাম ‘স্মাইল’ প্রকাশ পাবে তা হয়ত ঘুণাক্ষরেও ভাবেননি ভক্তরা।

জীবনের চরম সুখময় স্তরে বিরাজ করছেন কেটি পেরি। নবজাত কন্যা ডেইজি ডাভ ব্লুমকে কোলে নিয়েই তার ষষ্ঠ অ্যালবাম ভক্তদের জন্য উন্মুক্ত করলেন শুক্রবার (২৮ আগস্ট)

কেটি তার অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়ে টুইটারে লেখেন, ‘এটা এসে গেছে। অবশেষে আমার হাসি ফিরেছে। আশা করি এই অ্যালবাম আপনাদের মুখেও ‘স্মাইল’ এনে দেবে। এখন সর্বত্রই ‘স্মাইল’ সহজলভ্য। আপনাদের সবাইকে খুব ভালোবাসি। উপভোগ করুন। ’ সঙ্গে তিনি এটাও উল্লেখ করেন যে, এই বার্তা তিনি হাসপাতালের বিছানা থেকেই দিয়েছেন।  

‘স্মাইল’ অ্যালবামের প্রথম একক গান ‘ডেইজিস’ চলতি বছরের মে মাসে প্রকাশ করেন কেটি। এখন দেখা গেল তার সন্তানের নামটিই রেখেছেন ডেইজি। ওই গানের ভিডিওতে কেটি তার বেবি বাম্প শৈল্পিকভাবে উপস্থাপন করেছিলেন।  

অ্যালবামের দ্বিতীয় গান ‘স্মাইল’ প্রকাশ হয় গত জুলাই মাসে। এ দু’টি ছাড়া আরও ১০টি নতুন গান রয়েছে এই অ্যালবামে।  

এর আগে গত মার্চ মাসে ‘টিনেজ ড্রিম’খ্যাত এই গায়িকা ‘নেভার ওর্ন হোয়াইট’ গানের মাধ্যমে তার গর্ভধারণের খবর জানান দেন।  

আরও পড়ুন: মা-বাবা হলেন কেটি পেরি ও ওর‌ল্যান্ডো ব্লুম

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।