ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মাত করলো ব্ল্যাকপিঙ্কের ‘আইস ক্রিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
মাত করলো ব্ল্যাকপিঙ্কের ‘আইস ক্রিম’

প্রত্যাশা অনুযায়ীই কে-পপ নারী ব্যান্ডদল ব্ল্যাকপিঙ্ক নতুন গানে লাখো ভক্তদের মাতোয়ারা করলো। একদিন আগেই মার্কিন গায়িকা সেলেনা গোমেজকে সঙ্গে নিয়ে নতুন গান ‘আইস ক্রিম’র টিজার প্রকাশ করে ব্ল্যাকপিঙ্ক।

এরপর শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশ হয় মূল গানটি।  

ইউটিউবে ‘আইস ক্রিম’ প্রকাশের মাত্র ১১ ঘণ্টাতেই দর্শকরা গানটি দেখেছেন অন্তত চার কোটি ৬০ লাখ বার।  

কোরিয়ান পপ ব্যান্ডের ধারা অনুযায়ী এই মিউজিক ভিডিওটিও যথারীতি দর্শকের চোখ আটকে রাখছে গানে দৃশ্যে। আর সুর-বাদ্যে সংগীতও জাদুর মতো মুগ্ধ করছে শ্রোতাদের।  

ব্ল্যাকপিঙ্কের সবশেষ একক গান ‘হাউ ইউ লাইক দ্যাট’-এর ইউটিউব প্রিমিয়ার অনন্য রেকর্ড গড়েছিল। ইউটিউবে প্রিমিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক ৮ কোটি ৬৩ লাখ ভিউ হয় গানটির। অবশ্য সম্প্রতি সেই রেকর্ড ভেঙে ফেলেছে আরেক জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডদল বিটিএস’র ‘ডিনামাইট’। এবার দেখা যাক ‘ডিনামাইট’র বিপরীতে ‘আইস ক্রিম’ কেমন সাফল্য পায়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।