ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘স্কুবি-ডু’ স্রষ্টা জো রুবি আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
‘স্কুবি-ডু’ স্রষ্টা জো রুবি আর নেই

জনপ্রিয় শিশুতোষ অ্যানিমেশন শো ‘স্কুবি-ডু, হোয়্যার আর ইউ!’র অন্যতম কারিগর জো রুবি আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তিনি ৮৭ বছর বয়সে স্বাভাবিক কারণে মারা গেছেন।

 

আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, এই বর্ষীয়ান অ্যানিমেটর বুধবার (২৬ আগস্ট) ক্যালিফোর্নিয়াতে তার বাড়িতেই মারা যান।  

জো রুবি অনেকগুলো জনপ্রিয় কার্টুনের স্রষ্টা। এরমধ্যে সর্বাধিক পরিচিত হলো কার্টুন জায়ান্ট হান্না-বারবারা পরিবেশিত ‘স্কুবি-ডু, হোয়্যার আর ইউ!’ এছাড়াও তার অবদান রয়েছে জনপ্রিয় কার্টুন ‘ডাইনোমাট’, ‘ডগ ওয়ান্ডার’, ‘জ্যাবার জ’ ইত্যাদি।  

মৃত্যুকালে রুবি তার ৬৩ বছর বয়সী স্ত্রী ক্যারোল, চার সন্তান ও দশ নাতি-নাতনীদের রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।