ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কোয়ারেন্টিন ফিল্মিংয়ে ব্যস্ত সুহানা খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
কোয়ারেন্টিন ফিল্মিংয়ে ব্যস্ত সুহানা খান

লকডাউনে ঘরেই আবদ্ধ আছেন শাহরুখ খান ও গৌরীর কন্যা সুহানা খান। তবে সময় বিফলে কাটাচ্ছেন না।

বাড়িতে থেকেই চলচ্চিত্র নির্মাণের কাজ তার চলছে।  

ইনস্টাগ্রামে নিজেই ছবি শেয়ার করে বন্ধুদের তা জানান দিলেন সুহানা। দুটো ছবি শেয়ার করেছেন তিনি। এর একটিতে মন খারাপ, অন্যটি কান্নার। তাই ছবির ক্যাপশনে শাহরুখ-কন্যা লেখেন, ‘আপনারা যারা আমাকে কখনো কাঁদতে দেখেননি, তাদের অভিনন্দন!’ সঙ্গে যোগ করেন ‘কোয়ারেন্টিন ফিল্মিং’। অর্থাৎ সৃজনশীল কিছু কাজ তিনি করছেন যার অপেক্ষায় থাকতে হবে অনুগামীদের।  

তবে সামাজিকমাধ্যমে সুহানার চেয়ে তার মা-ই বেশি তার ছবি শেয়ার করেন। করোনাকালে গৌরী খানের ইনস্টাগ্রাম ওয়ালে তার আদরের মেয়ের বিভিন্ন মুহূর্তের ও ঢঙের ছবিই বেশি দেখা গেছে।  

শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা অনেক আগেই জানিয়েছেন, তিনি অভিনয়ে আসবেন। ইতোমধ্যে কিছু স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। স্কুলে থাকতে মঞ্চনাটকও করেছেন।  

এদিকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর শাহরুখ খান এখনো কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি। বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার নাম গুঞ্জনে ভেসে এলেও এখন পর্যন্ত কোনটিই নিশ্চিত নয়। তবে ইতোমধ্যে দু’টি ওয়েবসিরিজ প্রযোজনা করেছেন বলিউডের ‘বাদশাহ’।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।