ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ডিজনির ‘দ্য কিংস ম্যান’ মুক্তির ক্ষণ পেছালো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
ডিজনির ‘দ্য কিংস ম্যান’ মুক্তির ক্ষণ পেছালো

ডিজনি’র প্রতীক্ষিত সিনেমা ‘দ্য কিং’স ম্যান’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল চলতি বছরের ১৮ সেপ্টেম্বরে। কিন্তু আপাতত হতাশার খবর হলো, এ বছরে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন না দর্শক।

বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ‘দ্য কিং’স ম্যান’ আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। করোনা মহামারির কারণে ইতোপূর্বে একবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো তারিখটি পুনর্নির্ধারণ করা হলো।

দ্য কিংসম্যান মুভিসের প্রিকুয়েলটিতে এবার অভিনয়ে যোগ দিয়েছেন র‌্যাল্ফ ফিনস, ম্যাথু গুডি ও হ্যারিস ডিকসন। আগের দুই পর্বের মতো এবারও পরিচালনা করেছেন ম্যাথু ভন।  

একটি কাল্পনিক স্বতন্ত্র গোয়েন্দা সংস্থা ‘কিংসম্যান’র গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি।

দেখুন ‘দ্য কিং’স ম্যান’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।