ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মডেল-অভিনেত্রী লরেন মেন্ডেস 'আত্মহত্যা' করেছেন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
মডেল-অভিনেত্রী লরেন মেন্ডেস 'আত্মহত্যা' করেছেন লরেন মেন্ডেস

উদীয়মান মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর কালাচাঁদপুর এলাকার অবস্থিত তার বাসা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর হাসপাতালে তার মৃত্যু ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজ বলেন, কালাচাঁদপুর এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পান লরেন। ‘ঘোর’ শিরোনামে সংগীতশিল্পী তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওর মডেল হয়ে সাড়া ফেলেন তিনি। এছাড়া মিনারের 'নেই' গানের মডেল হয়েও আলোচিত হন এই তরুণী।  

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ লরেনকে অভিনয় করতে দেখা গেছে। গত বুধবার (২৭ আগস্ট) লরেনকে সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এসজেএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।