ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুস্মিতা-মিনারের কণ্ঠে ‘আবার বৃষ্টি হবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
সুস্মিতা-মিনারের কণ্ঠে ‘আবার বৃষ্টি হবে’

করোনাকালীন সময়ে নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী মিনার রহমান ও সুস্মিতা আনিস। তাদের দুজনের যৌথ কণ্ঠের ‘আবার বৃষ্টি হবে’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে।

 
গানটির কথা ও সুর মিনারের নিজের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

গানটি প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, মিনার ভাই এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরি করেছেন, সেজন্য ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। এই গানটি সকলের জন্যই কম বেশি প্রযোজ্য। আশাকরি আমাদের দ্বৈত গানটি সকলের ভালো লাগবে।

গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন মিনার। গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন বলেও জানান তিনি।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ।

ভিডিওতে দেখা যাবে, করোনা মহামারি এসে বিচ্ছিন্ন করে দেয় শহরের দুই তরুণ-তরুণীকে। ঘরবন্দি জীবনে শারীরিকভাবে তারা দূরে থাকলেও মানসিকভাবে ছিলেন খুব কাছে।

স্মৃতিচারণ করেই কেটেছে তাদের লকডাউনের পুরো সময়। তারা বিশ্বাস করেন পৃথিবী আবার হেসে উঠবে।  

ভিডিওতে মডেল হয়েছেন, সুনেরা বিনতে কামাল ও খায়রুল বাশার। সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।