ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শ্বশুরবাড়ির ব্যবসার প্রচারণায় মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
শ্বশুরবাড়ির ব্যবসার প্রচারণায় মাহি মাহিয়া মাহি

বড় পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর বহু পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তবে এবারই প্রথম শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসা চা ও বুটিকের প্রচারণায় মাঠে নামলেন এই অভিনেত্রী।

 

বর্তমানে মাহি অবস্থান করছেন সিলেটে তার শ্বশুরবাড়িতে। সেখান থেকে একটি চায়ের প্রচারে ফানি আকারে ভিডিও তৈরি করে ছেড়েছেন ফেসবুকে। এতে তার স্বামী মাহমুদ পারভেজ অপু ও দেবরদেরও দেখা গেছে। আসলে এটি ছিল ওই চা ব্র্যান্ডের প্রচারণা।  

মাহি জানান, ‘তাজ প্রিমিয়াম টি’ তার শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসার একটি পণ্য। মজা করে ভিডিওটি তিনি তৈরি করে প্রকাশ করেছেন, যাতে অনলাইনে ভিন্নরকম প্রচারণা হয়।

এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর সিলেটে মাহির শাশুড়ির একটি নতুন বুটিক হাউসের উদ্বোধন হবে। সেখানে নিজে উপস্থিত থেকে এর প্রচারণায় তিনি অংশ নেবেন বলেও জানান।  
মাহি বলেন, বুটিকস হাউসটি আমি উদ্বোধন করবো। আর ফানি ভিডিওটি চায়ের প্রচারণার জন্য করা।  

সিলেট থেকে ঢাকা ফিরে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং শুরু করবেন মাহি। এতে তিনি দীর্ঘদিন পর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।