ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জটিলতায় সুনীল গ্রোভারের নতুন শো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
জটিলতায় সুনীল গ্রোভারের নতুন শো

কপিল শর্মা শো থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। কপিলের শোর মতো নতুন কমেডি শো 'ম্যাড ইন ইন্ডিয়া' শুরু করতে গিয়ে খুব বাজেভাবে পেছনে ফিরতে হয়েছে তাকে।

এরপর সালমান খানকে আঁকড়ে ধরে ক্যারিয়ারে গতি আনতে চাইলও সেটা খুব একটা কাজে দেয়নি। একটার পর একটা বিপত্তি যেন সনীল গ্রোভারের পেছনে লেগেই আছে।

আবারো সুনীল টেলিভিশনের পর্দায় 'গ্যাংস অব ফিল্মিস্তান' নামে নতুন আরেকটি শো শুরু করেছেন। গত সোমবার (৩১ আগস্ট) শোটি সম্প্রচারিত হলেও এটি বেশ জটিলতায় পড়েছে এর অন্যতম অভিনেত্রী শিল্পা শিন্ডেকে নিয়ে। তিনি শোটি নিয়ে বেশকিছু অভিযোগ করেছেন।

শিল্পা দাবি করেছেন, তাকে অমানবিকভাবে খাটানো হয়েছে এবং শুটিং সেটে কোনো কোভিড-১৯ নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে না। এছাড়া পর্দায় তাকে কাজ অনুযায়ী মূল্যায়ন করা হয়নি বলেও তার অভিযোগ।

শোয়ের অন্যান্য অভিনেতাদের অনেকেই শিল্পা শিন্ডের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন। বেশ কয়েকজন অভিনেতাও নাকি এই শো থেকে নিঃশব্দে বেরিয়ে আসার কথা ভাবছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।