ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আয়রাকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট, আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
আয়রাকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট, আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ সৃজিতের বুকে আয়রা

চলমান করোনার লকডাউন শেষে গত ১৫ আগস্ট ভারতে গেলেন রাফিয়াথ রশিদ মিথিলা। সঙ্গে নিলেন তার একমাত্র কন্যা আয়রা খানকেও।

ওপারের সীমান্ত থেকে গাড়ি করে তাদের নিয়ে গেছেন সৃজিত মুখার্জী।  

পশ্চিমবঙ্গের এই নন্দিত পরিচালকের সঙ্গে মিথিলা-তাহসানের কন্যা আয়রা দারুণভাবে মিশে গেছে। তেমনই একটা ছবি পোস্ট করেছেন সৃজিত। তার বুকের ওপর ঘুমিয়ে পড়েছে ছোট্ট আয়রা। ক্যাপশনে সৃজিত লিখেছেন কবির সুমনের বিখ্যাত গানের একটি লাইন- ‘গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ। ’

ফেসবুকে সৃজিতের পোস্ট করা ছবিটা দেখে আপ্লুত হয়েছেন সবাই। পশ্চিমবঙ্গের আরেক খ্যাতিমান পরিচালক কৌশিক গাঙ্গুলী কমেন্টে লিখেছেন, ‘তোর জীবনের সেরা ছবি। এই তো নৌকো ঘাটে বাঁধা সম্পূর্ণ হলো। অনেক ভালোবাসা ও আদর। ’ 

এই ধরনের মন্তব্য করছেন আরও অসংখ্য মানুষ। অসাধারণ এই ছবিটি ছুঁয়ে গেছে সবাইকে।

গান তুমি হও গরম কালের সন্ধ্যে বেলার হাওয়া/অনেক পুড়ে যাওয়ার পরে খানিক বেঁচে যাওয়া/গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি/সজীবতার ভরসা দেয়া সফল অনা সৃষ্টি- সৃজিতের দেওয়া এই ক্যাপশনটা ভাবিয়েছে সবাইকে। কারণ  খুব কম মানুষই আছেন, যারা কবির সুমনের বিখ্যাত এই গানটি শোনেন নি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।