ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিবিআই’র জেরায় রিয়ার বাবা-মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
সিবিআই’র জেরায় রিয়ার বাবা-মা সিবিআই’র জেরায় রিয়ার বাবা-মা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে টানা চার দিন জেরার পর এবার সিবিআই’র জেরায় অভিনেত্রীর বাবা-মা ইন্দ্রজিত্ চক্রবর্তী ও সন্ধ্যা চক্রবর্তী।  

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউজে হাজিরা দেওয়ার জন্য রিয়ার বাবা-মা’কে সমন পাঠিয়েছিল সিবিআই।

নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সিবিআইয়ের সামনে পৌঁছান অভিনেত্রীর বাবা-মা। মঙ্গলবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে। তবে, পঞ্চমবার সমন করা হবে রিয়াকে তা নিশ্চিত।  

মুম্বাইয়ে সিবিআই তদন্তের বারো নম্বর দিন সকালেই রিভিউ মিটিং করেন সিবিআইয়ের কর্মকর্তারা। এই বৈঠক শেষেই রিয়ার পঞ্চম সমনের নতুন দিন নির্দিষ্ট করেছেন তদন্তকারী দলের কর্মকর্তারা।  

সুশান্তের সঙ্গে রিয়ার বাবা-মা’য়ের সম্পর্ক কেমন ছিল? সুশান্তের দুটি কোম্পানির ডিরেক্টর পদে কেন যোগ দিয়েছিলেন ইন্দ্রজিত্ চক্রবর্তী? কেন তার তালাবন্ধ ফ্ল্যাটে সুশান্তের দুটি কোম্পানির রেজিস্ট্রেশনের ঠিকানা দেওয়া হয়েছিল? সুশান্তকে কি কখনও কোনও ওষুধ প্রেসক্রাইব করেছিলেন ইন্দ্রজিত্ চক্রবর্তী- এইরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা।

রিয়া-শৌভিক হাজির না থাকলেও এদিনও ফের ডিআরডিও গেস্ট হাউসে উপস্থিত হয়েছেন সুশান্তের ফ্ল্যাট-মেইট সিদ্ধার্থ পিঠানি এবং রাঁধুনি নীরজ।

সোমবারের (৩১ আগস্ট) পর মঙ্গলবারও সুশান্ত মামলায় হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। রিয়া চক্রবর্তীর সঙ্গে গৌরবের বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসেছে, যেখানে ড্রাগ ডিলিংয়ের কথা ওঠে এসেছে।

এদিকে ইডি, সিবিআইয়ের সঙ্গে এখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো– সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে ভারতের এই তিনটি কেন্দ্রীয় সংস্থা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।