ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয়বার ইংরেজি গান নিয়ে আসছেন ওয়ারফেজ’র পলাশ নূর

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
দ্বিতীয়বার ইংরেজি গান নিয়ে আসছেন ওয়ারফেজ’র পলাশ নূর পলাশ নূর

সংগীত একক ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইংরেজি গান নিয়ে হাজির হচ্ছেন ব্যান্ডদল ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূর।

নতুন এ গানের শিরোনাম ‘কালার্স অব লাইফ’।

গাওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত করেছেন পলাশ নূর নিজেই।

নতুন এই গান প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘গান তৈরির যাবতীয় কাজ আমারই করা। শৈশবের স্মৃতি নিয়ে গানটি করেছি। শৈশবের স্মৃতি সবার মতো আমাকেও আবেগ আপ্লুত করে। জীবনের নানাবিধ জটিলতায় কেন জানি বারবার ফিরে যেতে ইচ্ছে করে, শৈশবের সেই নির্মল আনন্দে। সেই অনুভুতি নিয়েই গানটি তৈরি করা। ’

গানটি কবে প্রকাশ করছেন সেটি চূড়ান্ত না হলেও খুব বেশি বিলম্ব হবে না বলে জানিয়েছেন পলাশ নূর। আর এটি প্রকাশ করবেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এর আগে ‘ডিসটেন্ট লাভ’ শিরোনামে তার প্রথম ইংরেজি গান প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।