ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নভেম্বরেই আসছে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ বন্ড সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
নভেম্বরেই আসছে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ বন্ড সিনেমা

দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ড রূপে শেষবারের মতো বড় পর্দা কাঁপাবেন ড্যানিয়েল ক্রেগ। তার সর্বশেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ নভেম্বর মাসেই ‍মুক্তি পাচ্ছে।

 

০০৭ অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি নতুন পোস্টার শেয়ার করে সিনেমাটির মুক্তির কাল নিশ্চিত করা হয়েছে।

২৫তম বন্ড সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি মিশনে আছেন মানুষটি। ‘নো টাইম টু ডাই’র নতুন পোস্টার দেখুন। এই নভেম্বরেই সিনেমা হলে দেখা যাবে। ’

‘নো টাইম টু ডাই’ সিনেমায় দেখা যাবে জেমস বন্ড তার কর্মক্ষেত্র থেকে বিশ্রাম নেন। জ্যামাইকাতে শান্তিপূর্ণ জীবন উপভোগ করছিলেন তিনি। কিন্তু তার সেই শান্তির ক্ষণ অল্পতেই শেষ হয়ে যায়। সিআইএ-তে কাজ করা তার পুরনো বন্ধু ফেলিক্স লেইটার বিপদে পড়ে বন্ডের সাহায্য চান। অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই মিশন প্রত্যাশার চেয়েও বেশি জটিলতা ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এক বিস্ময়ক ভিলেন ও তার অত্যাধুনিক প্রযুক্তির ভয়ংকর অস্ত্রের সঙ্গে লড়তে হবে জেমস বন্ডকে।  

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র‌্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।