ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শনিবার থেকে ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
শনিবার থেকে ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’

ঢাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারে গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ। এটি রচনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস।

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে ‘সুলতান ভাই’ নামের নাটকটি প্রচার শুরু হচ্ছে টেলিভিশনের পর্দায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আমিরুল হক চৌধুরী, ডা. এজাজ, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিরিন আলম, জামিল হোসাইন, মিলন ভট্ট, নাফিজা নাফা, নাজিরা মৌ, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আনোয়ার, বাদল, অনুভব মাহবুব, মিথিলাসহ আরও অনেকে।  

ধারাবাহিকটির গল্পে নিয়ে নির্মাতা জানান, সুলতানের জন্ম হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারে। অর্থ বিত্তে, জ্ঞান গরিমায়, মান-সম্মানে, দাপটে অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ মনে করে এই পরিবার। তাই এলাকার মানুষ তাদের ভয় পায়। কিন্তু সুলতান তাদের থেকে একেবারে আলাদা!

নাটকটি প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, এতে আমি সুলতান চরিত্রে অভিনয় করেছি। পুরনো ঢাকার ভাষায় আমাকে কথা বলতে দেখা যাবে। সব মিলিয়ে ধারাবাহিকটি দর্শককে আনন্দ দেবে।  

‘সুলতান ভাই’ প্রতি শনি, রোব ও সোমবার রাত সাড়ে ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।