ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-ভিকি সবাই মাদকাসক্ত, পরীক্ষা করার দাবি কঙ্গনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
রণবীর-ভিকি সবাই মাদকাসক্ত, পরীক্ষা করার দাবি কঙ্গনার

বলিউড তারকা রণবীর সিং, রণবীর কাপুররা নাকি নিষিদ্ধ মাদকে আসক্ত! এমনই দাবি তুলে তাদের রক্ত পরীক্ষার আহ্বান করেছেন ‘বিতর্কের রানী’ কঙ্গনা রনৌত।  

বলিউড 'কুইন'-এর বিস্ফোরক মন্তব্য, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।

সুশান্ত মামলায় সম্প্রতি মাদক চক্রের সংশ্লিষ্টতা কথা উঠে এসেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক টুইট বার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার অনুরোধ, রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জি, ভিকি কৌশলদের মাদক পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হোক। শোনা যায়, এই তারকারা নাকি কোকেইনে আসক্ত। আমি চাই বিষয়টা প্রকাশ্যে আসুক। কারণ, এই তারকারা যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা। তারা নিজেদের স্বচ্ছ প্রমাণ করুন। ’

প্রসঙ্গত, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ৯৯ শতাংশ বলিউড অভিনেতা কোনও না কোনওভাবে মাদক নিয়েছেন। তার মতে, কেউ শারীরিক সমস্যার কারণে, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন। যদি গণনা করা যায়, তাহলে দেখা যাবে ৯৯ শতাংশ তারকা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরই জুলাই মাসে করণ জোহরের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিও প্রকাশ্যে আসে। আর তারপরই অভিযোগ ওঠে ওই পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। পার্টিতে উপস্থিত দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, শহীদ কাপুর, অয়ন মুখার্জি, মালাইকা অরোরাদের মধ্যে বেশিরভাগজনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে মাদক সেবনের অভিযোগ খারিজ করেছিলেন করণ জোহর। তার দাবি ছিল, ওই পার্টিতে তার বৃদ্ধা মা হিরো জোহর ছিলেন। সেখানে কীভাবে মাদক সেবনের কথা উঠতে পারে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।