ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রোমান্স আর দ্বন্দ্ব নিয়ে মিশু-বৃষ্টির ‘ওয়ান্টেড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
রোমান্স আর দ্বন্দ্ব নিয়ে মিশু-বৃষ্টির ‘ওয়ান্টেড’

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব আর ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওয়ান্টেড’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।

এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি, এসএম আশরাফুল আলম, শানিতা রহমানসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, নিনিতের বৌ শৈলী খুব ডমিনেটিং স্বভাবের মেয়ে। কথায় কথায় নিনিতকে বকাঝকা করেন। সবকিছুতেই নিনিতকে জবাবদিহি করতে হয়। নিনিতের ফোন নিয়ে চেক করা হয় ফেসবুক, ইনস্টাগ্রামের ইনবক্স। ‘হাজার মেয়ের মন ভেঙে আমি এখন বিবাহিত। মেয়েরা স্পর্শকাতর মেসেজ দেবেন না। কারণ সব মেসেজ আমার স্ত্রী পড়ে’ এইসব কথা বলিয়ে নিনিতকে দিয়ে ফেসবুকে ভিডিও করানো হয়। এই ভিডিও প্রকাশের পরে নিনিত অফিস ও বন্ধুদের কাছে হাস্যকর পরিস্থিতিতে পড়েন। নিনিত বৌকে বশে আনতে বন্ধুদের নানান পরামর্শ নেন। কিন্তু তার সব পরিকল্পনাই ভেস্তে যায়। শেষমেষ অতিষ্ঠ হয়ে নিনিত বাড়ি ছেড়ে পালিয়ে যান। এভাবে এগিয়ে চলে ‘ওয়াটেন্ড’ নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বাংলানিউজকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ভালোবাসা, রোমান্স এসব নিয়েই নাটকটির গল্প। গল্পের ধরণ, নির্মাণ এবং অভিনয় আশাকরি দর্শকের ভালো লাগবে।

নাটকটিতে অ্যাডভাইজার হিসেবে ছিলেন পরিচালক তপু খান এবং প্রযোজনা করেছেন শাহেদ চৌধুরী।  

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ‘ওয়ান্টেড’ গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এমআরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।