ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রোববার থেকে রওনক পরিচালিত প্রথম ধারাবাহিক ‘বিবাহ হবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
রোববার থেকে রওনক পরিচালিত প্রথম ধারাবাহিক ‘বিবাহ হবে’

প্রথমবার ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক রওনক হাসান। তার নিজের রচিত ‘বিবাহ হবে’ নামের নাটকটি আগামী রোববার (৬ সেপ্টেম্বর) থেকে টেলিভিশনের পর্দায় প্রচার শুরু হবে।

তারকাবহুল ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শতাধিক অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, অ্যানি খান, মনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, শফিক খান দিলু, জান্নাত, রওনক হাসান প্রমুখ।  

নাটকটির গল্পে দেখা যাবে, রসিয়া নামের গ্রামের সুখি দম্পতি রতন ও পরী। এ দুজনের সুখের সংসার ও সুখ দেখে দীর্ঘদিন পর দুবাই থেকে গ্রামে ফিরে আসা তকদির বিয়ে করবার জন্য উঠে পড়ে লাগেন। এরপর ঘটতে থাকে একের পর এক চমকপ্রদ, উদ্ভট ও হাস্যকর সব ঘটনা।  বিয়ে সংক্রান্ত নানান হাস্যকর ও উত্তেজনাকর ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটক ‘বিবাহ হবে’।  

ধারাবাহিকটির ২০ জন তারকাকে নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকের সূচনা সংগীত। সেখানে একটি বিয়ের গানে নেচেছেন তারকা অভিনয়শিল্পীরা।  

রওনক হাসান বলেন, ধারাবাহিকটির গল্প খুব মজার। এর টাইটেল মাধ্যমে চরিত্রগুলোর বিশেষত্ব উঠে এসেছে। প্রকাশের পর থেকে বিভিন্ন নির্মাতা ও সহকর্মীদের উৎসাহ পাচ্ছি। আশা করছি দর্শক পছন্দ করবেন।   

প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ০৮টা ১৫মিনিটে বাংলাভিশনে ‘বিবাহ হবে’ নাটকটির প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।