ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অর্জুন কাপুর করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
অর্জুন কাপুর করোনা আক্রান্ত

এবার বলিউডের কাপুর পরিবারে পড়লো করোনার থাবা। খ্যাতনামা প্রযোজক বনি কাপুরের ছেলে ও অভিনেতা অর্জুন কাপুর মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সামাজিক মাধ্যমে তিনি নিজেই আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার করোনা ভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। তবে আমি একদম সুস্থ আছি এবং আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসক ও যথাযথ কর্তৃপক্ষের পরামর্শে আমি নিজেকে বাসায় আইসোলেটেড করে রেখেছি।

তিনি আরও লেখেন, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার স্বাস্থ্যের সকল আপডেট আপনাদের নিয়মিত জানাবো। আমি বিশ্বাস করি মানবতা দিয়ে আমরা এই ভাইরাসকে জয় করবো। সবার প্রতি ভালোবাসা, অর্জুন।

২০১৯ সালে সর্বশেষ পানিপথ সিনেমার মধ্যমে অর্জুন কাপুরকে পর্দায় দেখা যায়। এছাড়া সম্প্রতি তিনি ঘোষণা দেন আসন্ন হরর-কমেডি 'ভূত পুলিশ' সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।