ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রামুর বিশিষ্ট সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
রামুর বিশিষ্ট সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া আর নেই

কক্সবাজার: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের রামুর বিশিষ্ট সংগীতশিল্পী ও সাবেক পর্যটন কর্মকর্তা প্রবীর বড়ুয়া (৬৭)। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয় রামুর জাদীপাড়া শ্মশান প্রাঙ্গণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রয়াত শিল্পী প্রবীর বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের ঐতিহ্যবাহী টুনি পরিবারের প্রয়াত উমেশ চন্দ্র বড়ুয়া মহাজন ও চারুবালা বড়ুয়ার ছেলে। তিনি ৭০ দশকে ঢাকা মিউজিক কলেজ থেকে ব্যাচেলর অব মিউজিক (বি মিউজিক) ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি সর্বশেষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কক্সবাজারের মোটেল ব্যবস্থাপক ছিলেন। সেখান থেকেই তিনি অবসরে যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল ও সংগীত প্রযোজক বশিরুল ইসলাম জানান, বিগত কয়েক বছর ধরে সপরিবারে কক্সবাজার শহরের মোজাহের পাড়ায় বসবাস করলে এখনও পর্যন্ত রামুর সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিয়ে আসছিলেন প্রবীর বড়ুয়া।  

জানা গেছে, সর্বশেষ প্রবীর বড়ুয়া রামু পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন পরিষদ এবং রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি রামুর দূর্বার শিল্পী, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, রামু শিল্পকলা একাডেমি,শব্দায়ন আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে তাঁর এ মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার ও রামুর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দিয়েছেন- কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নাট্যকার স্বপন ভট্টাচার্য, নাট্যজন মাষ্টার মো. আলম, সংগীতশিল্পী মানসী বড়ুয়া, কক্সবাজার রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতি সুনীল বড়ুয়া, সাধারন সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।