ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতম হাসানের নতুন গান ‘ভেঙ্গে পড়ো না এভাবে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
প্রীতম হাসানের নতুন গান ‘ভেঙ্গে পড়ো না এভাবে’ প্রীতম হাসান

প্রীতমের খুব ঘনিষ্ঠ এক ছোট ভাই সৌরভ ও তার ছোট বোন শিফা’র হৃদয়স্পর্শী একটা গল্প, যেটি শোনা মাত্রই সেই দৃশ্যায়ন ভেসে উঠলো প্রীতমের চোখে।  

সেখান থেকেই সুর বাঁধলেন প্রীতম।

কথা সাজালেন রাকিব হাসান রাহুল ও প্রীতম হাসান দু’জন মিলে। তৈরী হলো গান ‘ভেঙ্গে পড়োনা এভাবে। ’ সেই গানেরই মিউজিক ভিডিও বানালেন এ. কে. পরাগ এবং ভাস্কর জনি। গল্পটি সাজাতে সাহায্য করেছেন অদিত রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় গানচিল মিউজিক’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হতে যাচ্ছে প্রীতমের কণ্ঠে গান-ভিডিও ‘ভেঙ্গে পড়ো না এভাবে’।

গানচিল মিউজিক’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল’র পাশাপাশি গানটি শোনা যাবে- জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবিস্প্ল্যাশ, স্বাধীন মিউজিকসহ আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মগুলোতেও।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।