ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার আত্মহত্যা করলেন তেলেগু অভিনেত্রী শ্রাবণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
এবার আত্মহত্যা করলেন তেলেগু অভিনেত্রী শ্রাবণী শ্রাবণী

চলমান করোনাকালে ভারতের বিনোদন অঙ্গনের বেশ কজন তারকা আত্মহত্যা করেছেন। দিনদিন তারকাদের জীবন বিসর্জনের তালিকা বেড়েই চলছে।

আত্মহত্যার এই নির্মম তালিকায় এবার যুক্ত হলেন তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লী।

বুধবার (৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬।
 
শ্রাবণীর পারিবারিক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র খবর, গোসল করার অজুহাতে শ্রাবণী তার রুমে প্রবেশ করেন। কিন্তু একঘণ্টা সময় চলে যাওয়ার পরও যখন সে তার রুম থেকে বের হচ্ছিল না, তখন পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ জাগে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে তার মৃত্যুর কারণ এবং কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি।

অবশ্য অভিনেত্রীর আত্মহত্যার জন্য তার সাবেক প্রেমিক ও অভিনেতা দেবারাজুকে দায়ীকে করেছেন শ্রাবণীর পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুনে অভিনেত্রীকে হেনস্থা করার অভিযোগে দেবারাজুকে গ্রেফতার করা হয়েছিল। সে শ্রাবণীকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিল। এখন পরিবারের অভিযোগ, দেবারাজুর হেনস্থার জন্যেই নিজের জীবন শেষ করে দিয়েছেন শ্রাবণী।

এরই মধ্যে পরিবারের অভিযোগে দেবারাজুর বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। এখন এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।