ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবারও সফল নারীর স্বীকৃতি দিচ্ছে পাক্ষিক অনন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এবারও সফল নারীর স্বীকৃতি দিচ্ছে পাক্ষিক অনন্যা

পুরুষের সঙ্গে সমান যোগ্যতায় দেশকে এগিয়ে নিচ্ছেন নারীরাও। প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা দিয়ে আসছে পাক্ষিক অনন্যা।

 

চলতি করোনা পরিস্থিতির মধ্যেও নারীর অগ্রযাত্রার স্বীকৃতি প্রদানের এই ধারাবাহিকতায় ছেদ পড়ছে না। কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, অভিনয়, সংগীত, খেলাধুলা, শিক্ষা, চিকিৎসা, মুক্তিযুদ্ধ, সমাজ কল্যাণ তথা আইন, মানবাধিকার, ব্যবসায় উদ্যোগ, রাজনীতি, সাংবাদিকতা প্রভৃতি অঙ্গণে যেসব নারী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন, তাদের কর্ম ও সাধনার স্বীকৃতিস্বরূপ শীর্ষদশ সম্মাননা দিয়ে থাকে পাক্ষিক অনন্যা।  

প্রতিবছরের মতো এবারও বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতী নারীকে সম্মাননা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় অনন্যার নিজস্ব ফেসবুক পেজ থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেসবুক লাইভে যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে উপস্থিত থাকবেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।