ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ার গ্রিলসের সঙ্গে লাইভ আড্ডায় অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
বিয়ার গ্রিলসের সঙ্গে লাইভ আড্ডায় অক্ষয় কুমার

করোনাকালে লকডাউনের পর বলিউডে সবার আগে শুটিং শুরু করেন অক্ষয় কুমার। তবে ভারতে নয়, তার ‘বেল বটম’ শুটিং হচ্ছে এখন স্কটল্যান্ডে।

 

‘ইনটু দ্য ওয়াইল্ড’খ্যাত দুর্ধর্ষ অভিযাত্রী বিয়ার গ্রিলসের সঙ্গে খুব শিগগিরই ছোটপর্দায় হাজির হবেন অক্ষয় কুমার। এর আগেই ইনস্টাগ্রামে দু’জনে হাজির হলেন ‘ইনটু দ্য লাইভ’-এ। অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম থেকে এই দুই সুপারস্টারের লাইভ আড্ডায় সঞ্চালনার দায়িত্ব নেন অভিনেত্রী হুমা কুরেশি।  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@beargrylls @iamhumaq @discoveryplusindia @discoverychannelin

A post shared by Akshay Kumar (@akshaykumar) on Sep 10, 2020 at 2:06am PDT

৯ সেপ্টেম্বর গেল অক্ষয় কুমারের ৫৩তম জন্মদিন। এদিন ‘বেল বটম’ সিনেমার একটি নতুন লুক প্রকাশ করেন অক্ষয়। ধূসর ছবিটিতে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে তিনি। বৈমানিকের পোশাকে সানগ্লাস পরে অসাধারণ লাগছে ‘খিলাড়ি’কে। সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করছেন বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত, আদিল হুসাইন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন রনজিত এম তেওয়ারি।  

স্পাই থ্রিলার ‘বেল বটম’ মুক্তি পাবে ২০২১ সালের ২ এপ্রিল।  

আরও পড়ুন>>আসছে বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমারের জঙ্গল অভিযান

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।