ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল বাবা মায়ের সঙ্গে কণ্ঠশিল্পী কোনাল

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কণ্ঠশিল্পী কোনালের বাবা মনির হোসেন মন্টু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।  

মনির হোসেন মন্টুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোনালের স্বামী-সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া।

সপ্তাহ খানেক সময় ধরে করোনাক্রান্ত বাবা ও মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছিলেন কণ্ঠশিল্পী কোনাল। তারা চিকিৎসাধীন ছিলেন রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে।

বাবা-মায়ের সঙ্গে কোনালএর মধ্যে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন মনির হোসেন মন্টু।

মনজুর কাদের জিয়া জানান, করোনাক্রান্ত ফলাফল পাওয়ার পর প্রথমে ভর্তি করানো হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে পাঁচদিন চিকিৎসার পর তেমন কোনও উন্নতি না হওয়ায় বুধবার (৯ সেপ্টেম্বর) শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ভর্তির এক দিন পরই মৃত্যুবরণ করেন কুয়েতে অবস্থিত বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রেসিডেন্ট মনির হোসেন মন্টু।

জিয়া বলেন, ‘তার মৃত্যুর খবরটি মাকে (শাশুড়ি) এখনও জানানো হয়নি। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন। খবরটি কেমন করে জানাবো, সেটাও ভেবে পাচ্ছি না। কোনাল আমার সঙ্গে আছে। তাকে কী বলে সান্ত্বনা দেবো, সেটাও বোঝার শক্তি নেই আমার। সবার কাছে দোয়া চাই, বাবার জন্য। ’ 

মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বাংলাদেশ ও কুয়েতে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মনির হোসেন মন্টু। দীর্ঘ জীবন কুয়েত সরকারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র বিভাগে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার বাদ মাগরিব মানিকগঞ্জের সিঙ্গাইরে দাদা-দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন মনির হোসেন মন্টু। এখন তাকে মানিকগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।