ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হিমানি শিবপুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
করোনা আক্রান্ত হিমানি শিবপুরী

ভারতে করোনা ভাইরাসে দিনে প্রায় ১ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। আর হাজারের উপর মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন।

এমন সময়ে এই মহামারিতে আক্রান্ত হয়েছেন সিনেমা ও টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী হিমানি শিবপুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

হিমানি শিবপুরী ইনস্টাগ্রামে লেখেন, আমার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ। যারা যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের দ্রুত পরীক্ষা করানো উচিৎ।

তবে তিনি হাসপাতাল নাকি বাসায় কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানাননি।  

করোনার মধ্যেও হিমানি শিবপুরী শুটিং চালিয়ে গেছেন। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ নেন। এরপর থেকেই তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় বলে জানা যায়।

এই অভিনেত্রী বর্তমানে কাটোরি দেবী সিং চরিত্রে 'হাপ্পু কি উলটান পালটান ' শো'তে অভিনয় করছেন। এর আগে এই শো'য়ের প্রোডিউসার সঞ্চয় খোলি করোনা পজিটিভ হন।  

হিমানি শিবপুরী বহু বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- 'হাম আপকে হ্যায় কোন', ' দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুচ কুচ হোতা হ্যায়', 'কাবি খুশি কাভি গাম' ইত্যাদি।  

বেশ কয়েক বছর ধরে টিভি শো- 'সুমিত সাম্ভাল লেগা', 'ডলি আরমানো কি', 'এক বিবাহ আইসা বি'-এ তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।