ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সাদেক বাচ্চু একজন অভিনেতা, একটা ইতিহাস: ওমর সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
সাদেক বাচ্চু একজন অভিনেতা, একটা ইতিহাস: ওমর সানি সাদেক বাচ্চু ও ওমর সানি

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

সাদেক বাচ্চুর মৃত্যুতে শোক নেমে এসেছে ঢাকাই চলচ্চিত্রে। তার সহকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকে ও ভক্তরা শোক প্রকাশ করছেন।  

গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকাতর হয়ে পড়েছেন অভিনেত্রী ওমর সানী। ফেসবুকে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই তারকা।  

ওমর সানী লেখেন, সাদেক বাচ্চু একটা নাম একজন অভিনেতা, একটা ইতিহাস। বহু বছর আগে হুমায়ুন ফরীদি ভাই যখন সুপারস্টার, তখন তার শিডিউল পাওয়া ছিল ভীষণ দুষ্কর। উত্তম আকাশ দাদা এবং আমি চিন্তা করলাম কী করা যায়। বাচ্চু ভাইয়ের কাছে গেলাম; বাচ্চু ভাই বললেন, উত্তম তুমি আমার সঙ্গে মজা করছ তোমার ছবিতে নিবা, ওমর সানির সঙ্গে, আমি বললাম না বাচ্চু ভাই আপনি থাকবেন। সেই 'আখেরি হামলা', 'মুক্তির সংগ্রাম', 'রঙিন রংবাজ'-আরও বহু ছবি একসঙ্গে জুটি হলাম।  

তিনি আরও লেখেন, আমার কাছে মনে হতো একটা ভালো মানুষের ডিকশনারি। আপনি চলে গেলেন আমাদেরকে রেখে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। এবার বুঝি আমাদের পালা, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে ক্ষমা করবেন। বাচ্চু ভাই আমার জীবনের ছবি হয়ে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।