ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তালতলা কবরস্থানে সমাহিত করা হবে সাদেক বাচ্চুকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
তালতলা কবরস্থানে সমাহিত করা হবে সাদেক বাচ্চুকে সাদেক বাচ্চু

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুকে রাজধানীর খিলগাঁয়ের তালতলা কবরস্থানে সমাহিত করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর সেখানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাংলানিউজকে বলেন, বিকেল ৩টার দিকে বাচ্চু ভাইয়ের মরদেহ হাসপাতাল থেকে আল মারকাজুলে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তালতলায় নেওয়া হবে। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তালতলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে সোমবার বেলা ১২টা ৫মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সাদেক বাচ্চু শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।