ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গুরুতর অসুস্থ ডিপজলকে নেওয়া হলো হাসপাতালে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
গুরুতর অসুস্থ ডিপজলকে নেওয়া হলো হাসপাতালে ...

ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল গুরুতর অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন।

 

ডিপজলের শরীরে টিউমার ধরা পড়েছে, তাই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল সকালে তার অপারেশন হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত মার্চ মাস থেকে সর্দির সমস্যায় ভুগছিলেন ডিপজল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন তার বুকে কফ জমেছে।
এছাড়াও ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করতে হয়েছিল ডিপজলকে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
জেআইএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।