ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রাচ্যনাটের মহলা মগন উৎসবে 'হান্ড্রেড বাই হান্ডেড'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
প্রাচ্যনাটের মহলা মগন উৎসবে 'হান্ড্রেড বাই হান্ডেড'

প্রাচ্যনাটের ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা ২০২০-এ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঞ্চায়িত হতে যাচ্ছে 'হান্ড্রেড বাই হান্ডেড'। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল।

শুক্র ও শনিবার পর পর দু'দিন সন্ধ্যায় সোয়া সাতটায় রাজধানীর কাঁটাবনে প্রাচ্যনাটের মহড়া কক্ষে নাটকটির দু'টি প্রদর্শনী হবে।

নাটকে অভিনয় করবেন- তানজিকুন, ফয়সল কবির সাদি, আরিফুল ইসলাম রুবেল, ফয়সল ইবনে মজিান, সৌর্ন্দয প্রিয়দর্শিনী, অদ্রীজা আমিন।

নির্দেশক সাইফুল জার্নাল বলেন, আমরা একটা সহজ গল্প বলতে চাইছি। আমরা দেখাতে চাইছি অনেক ক্ষমতাধর মানুষের কাছে সাধারণ মানুষেরা কীভাবে অসহায় হয়ে পড়েন, আমরা বুঝতে চাইছি সংকটে মানবতা কর্পূরের মতো কেন উড়ে যায়? আসলেই কী আমরা নিজেরা নিজেদের চালাই নাকি চালিত হই। বা চলতে বাধ্য হই!

নাটক শেষে ২য় পর্বে থাকবে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা- 'মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান' কথা বলবেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব এবং ডা. নাসির উদ্দিন আহমেদ।

প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্য ২০০ এবং  থিয়েটারকর্মীদের জন্য ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।