ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

টয়ার বাড়িতে অতিথি শাওন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
টয়ার বাড়িতে অতিথি শাওন!


রোমান্টিক গল্পে বিশেষ খণ্ড নাটক নির্মাণ করলেন পরিচালক এস কে শুভ। 'পারমিশন' নামের নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী।

এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন টেলিভিশনের সুপরিচিত মুখ ও বাস্তব জীবনের তারকা দম্পতি সাইদ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকটিতে টয়ার বাড়িতে অতিথি হন শাওন।

'পারমিশন'র গল্পে দেখা যাবে, বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন শাওন। এসেই টয়ার মুখোমুখি হয়ে বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। টয়া খুব ঠোঁটকাটা স্বভাবের। তাদের বাড়িতে অপরিচিত আগন্তুক শাওনকে দেখে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন। শেষ পর্যন্ত টয়ার মা এসে শাওনকে রক্ষা করেন।  

অতিথির দেখভালের দায়িত্ব পড়ে টয়ার উপরই। সারাক্ষণ খোঁচা দিয়ে কথা বলা আর ঝগড়াটে আচরণের কারণে টয়াকে রীতিমত ভয় পান শাওন। তবে এরমধ্যেই আবার কখন যে তার প্রতি দুর্বল হয়ে পড়ে টয়া বুঝতে পারেন না। অনেক নাটকীয়তার পর এক পর্যায়ে তাদের প্রেম হয়।  

'পারমিশন' নাটকটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।