ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রেজওয়ানের সংগীতায়োজনে রাহী’র কণ্ঠে ‘প্রতিদিন রাতে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
রেজওয়ানের সংগীতায়োজনে রাহী’র কণ্ঠে ‘প্রতিদিন রাতে’ এহসান রাহী ও রেজওয়ান সাজ্জাদ

কথা, সুর-সংগীত ও গায়কী মিলিয়ে দারুণ একটি গান শ্রোতাদের উপহার দিলেন সংগীতশিল্পী এহসান রাহী। এর শিরোনাম ‘প্রতিদিন রাতে’।

প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে গানটির প্রশংসা করেছেন অনেকেই।  

প্রতিদিন রাতে দাঁড়িয়ে বারান্দাতে, আকাশ দেখি/নিয়ন আলো আর জোছনা মিলেমিশে অন্যরকম সখি- স্যামুয়েল হক’র গীতিকবিতায় গাওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন শিল্পী এহসান রাহী নিজেই। সংগীতায়োজন করেছেন প্রতিভাবান সংগীত পরিচালক রেজওয়ান সাজ্জাদ।

এ গান প্রসঙ্গে এহসান রাহী বাংলানিউজকে বলেন, ‘রেজওয়ানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অসম্ভব সুন্দর সংগীতায়োজন করেছেন তিনি। তার কাজ বরাবরই আমার পছন্দ। সামনে রেজওয়ানের সংগীতায়োজনে আরো কিছু কাজ করার ইচ্ছা আছে। আর স্যামুয়েল হক  দারুণ  লিখেছেন গানটি। দু’জনের প্রতি আমার সমান কৃতজ্ঞতা। ’

রেজওয়ান সাজ্জাদ বলেন, ‘খুব ভালো লাগছে, গানটি প্রকাশের পর থেকে মানুষের ভালোবাসা পাচ্ছি। বুঝতে পারছি, ভালো গান কিংবা সৃষ্টির কদর সবসময় আছে। ভীষণ অনুপ্রাণিত হলাম, আগামীতেও ‘প্রতিদিন রাতে’র মতো ভালো গান সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো। পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। ’

স্যামুয়েল হক বলেন, ‘আমি আশাবাদি, গানটি ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছাবে। বড় কথা হলো, যাদের গানটি ভালো লেগেছে কিংবা লাগবে- হয়তো তাদের জন্যই গানটি লিখেছি। ’

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পায় স্টুডিও ভার্সন ভিডিও ‘প্রতিদিন রাতে’। সংগীতায়োজনের পাশাপাশি ভিডিও নির্মাণেও রেজওয়ান সাজ্জাদ। ভিডিওতে রয়েছে সুরকার-শিল্পী ও সংগীতায়োজকের উপস্থিতি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।