ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে আসছে গৌরব গল্পের ‘আমার ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
প্রকাশ্যে আসছে গৌরব গল্পের ‘আমার ভালোবাসা’ আসছে গৌরব গল্পের ‘আমার ভালোবাসা’

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী গৌরব গল্প। গানের শিরোনাম ‘আমার ভালোবাসা’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে এই গান।

সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শব্দ প্রকৌশল নিয়ে পড়াশুনা করেছেন গৌরব। সেখানে দীক্ষা নিয়েছেন ক্লাসিক্যাল সংগীতে। যে কারণে প্রায় সকল বাদ্যযন্ত্রেই পারদর্শিতা রয়েছে এই গায়কের। বিশেষ করে পিয়ানোর স্টাফ নোটেশন তার হাতের ছোয়ায় হয়ে ওঠে জাদুকরী ছন্দ।

গৌরব গল্পের ‘আমার ভালোবাসা’ সবার মধ্যে ভালোলাগা তৈরি করবে বলে আশাবাদি গায়ক।  

এর আগে প্রলয় সমদ্দারের কথা, গৌরব গল্পের সুরে ও ফাহাদ’র সংগীতে ‘কখনো’ গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
এমকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।