ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কাজী শুভর কণ্ঠে ‘পাখি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
কাজী শুভর কণ্ঠে ‘পাখি’  সমীর ও কাজী শুভ

সংগীতশিল্পী কাজী শুভর কণ্ঠে ‘পাখি’ শিরোনামের নতুন গান প্রকাশ্যে এসেছে। এলেক্স আব্দুস সালামের কথায়, এস কে সমীরের সুর ও সংগীতায়োজনে তার স্টুডিও মিউজিক ল্যাবে কিছুদিন আগে গানটির রেকর্ডিং হয়।

এই গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘এই প্রজন্মের পরিচিত সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর অত্যন্ত যত্ন নিয়ে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানটি শুনলেই দর্শক-শ্রোতারা তা বুঝতে পারবেন। আর আমিও চেষ্টা করেছি আমার সর্বোচ্চ মেধা দিয়ে কণ্ঠ দেওয়ার। আশা করছি, আমার ভক্ত-শ্রোতাদের কাছে গানটি বেশ উপভোগ্য হবে। ’

নির্মিত হয়েছে গানটির ভিডিও। এটি নির্মাণ করেছেন ডি এম আর শান্ত খান। এতে মডেল হয়েছেন দেব দ্বীপ ও কথা। গানটি রিলিজ হয়েছে ডি মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।