ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নরেন্দ্র মোদীর শুভেচ্ছায় উচ্ছ্বসিত ‘বিরুষ্কা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
নরেন্দ্র মোদীর শুভেচ্ছায় উচ্ছ্বসিত ‘বিরুষ্কা’

১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। বিনিময়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে যে উত্তর পেলেন তা নিয়ে দারুণ উচ্ছ্বসিত বিরাট-আনুশকা দম্পতি।

 

২০২১ সালের জানুয়ারিতেই নতুন অতিথি আসছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির ঘরে। ইতোমধ্যে আনুশকার বেবি বাম্প ছবি অন্তর্জালে ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কোলে সন্তান আগমনের আগাম খবর রেখেছেন তার দেশের প্রধানমন্ত্রীও।

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইটারে বিরাট কোহলি লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ’

বিরাট কোহলির এই শুভেচ্ছা বার্তা নজর এড়ায়নি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর। তিনি উত্তরে লেখেন, ‘আপনাকে ধন্যবাদ বিরাট কোহলি। আমিও আনুশকা শর্মা ও আপনাকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, আপনারা খুব চমৎকার মা-বাবা হবেন। ’

স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে যারপরনাই খুশি ‘বিরুষ্কা’ দম্পতি। এর উত্তরে আনুশকা শর্মা লেখেন, ‘আপনার এমন স্নেহমাখা শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার জন্মদিন দারুণ ছিল। আপনার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করি। ’ একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলিও।  

২০১৭ সালের ডিসেম্বরে আনুশকা ও বিরাট বিয়ে করেন। ইতালিতে বিয়ে সেরে এসে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘বিরুষ্কা’। তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে। আর তাদের নিমন্ত্রণ রক্ষা করে সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী।  

‘তার পর, আমরা তিন জন হচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতেই নতুন অতিথি আসছে’, গত মাসে আনুশকার বেবি বাম্পের সঙ্গে এই টুইট বার্তা আলোড়ন তোলে কোটি ভক্তের হৃদয়ে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।