ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুপারহিরো ‘হাল্ক’র পর এবার আসছে ‘শি হাল্ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
সুপারহিরো ‘হাল্ক’র পর এবার আসছে ‘শি হাল্ক’

মার্ভেল কমিকসের সুপারহিরো ‘হাল্ক’ বিশ্বজুড়ে জনপ্রিয় ও পরিচিত একটি নাম। এবার ডিজনি প্লাসের নতুন গল্পে পুরুষ হাল্কের পরিবর্তে আসছেন এক নারী, ‘শি হাল্ক’।

 

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, ডিজনি প্লাসের ‘শি হাল্ক’ সিরিজের মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কানাডিয়ান অভিনেত্রী টাটিয়ানা ম্যাসলানি।  

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জেনিফার ওয়াল্টার নামে এক আইনজীবী (ম্যাসলানি)। তিনি মূল হাল্ক ব্রুস ব্যানারের বোন। ব্রুসের রক্ত শরীরে গ্রহণের মাধ্যমে জেনিফারের মধ্যেও হাল্কের ক্ষমতা প্রকাশ পায়। তবে ব্রুসের মতো নয়। জেনিফারের মধ্যে হাল্কের প্রকাশ ঘটার পরও তার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্বা ও আবেগের ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

তবে ভ্যারাইটির এই তথ্য সম্পর্কে ম্যাসলানি কিংবা ডিজনি কোনো পক্ষই কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বিবিসি আমেরিকার জনপ্রিয় সিরিজ ‘অরফান ব্ল্যাক’র জন্য ম্যাসলানি সর্বাধিক পরিচিত। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত সিরিজটি চলেছি। এর মধ্যে ম্যাসলানি তিনবার এমি এবং একবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান। ২০১৬ সালে ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।  

সম্প্রতি ম্যাসলানিকে দেখা গেছে এইচবিও ড্রামা ‘পেরি ম্যাসন’-এ। তার অভিনীত সবশেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্ট্রংগার’, ‘ডেসট্রয়ার’ ও ‘পিঙ্ক ওয়াল’।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।