ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সমরজিৎ রায়ের কণ্ঠে বৃষ্টির গান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
সমরজিৎ রায়ের কণ্ঠে বৃষ্টির গান সমরজিৎ রায়

বৃষ্টির গান নিয়ে আসছেন শাস্ত্রীয় গানের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায়। আল-মাসুমের গীতিকবিতায় ‘টুপটুপ বৃষ্টি’ শিরোনামে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ নিজেই।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান-ভিডিও ‘টুপটুপ বৃষ্টি’। এর প্রোগ্রামিং করেছেন কলকাতার রণদীপ মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন জে কে মজলিশ।  

গানটির ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আল-মাসুমের লেখায় গাওয়া সমরজিৎ রায়ের এটি প্রথম গান। মিষ্টি কথায় মিষ্টি সুরের ছন্দে বৃষ্টির এই গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদি শিল্পী সমরজিৎ রায়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।