ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রধানমন্ত্রীর জন্মদিনের বন্দনায় ফকির আলমগীরের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
প্রধানমন্ত্রীর জন্মদিনের বন্দনায় ফকির আলমগীরের গান ফকির আলমগীর

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ এই দিনটিতে ঘিরে বঙ্গবন্ধুকন্যা’র বন্দনায় নতুন একটি গান কণ্ঠে তুললেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শেখ হাসিনার জয়’ শিরোনামে গানটির কথা লিখেছেন শামছ আরেফিন। সুরে হাবিব মোস্তফা। সংগীতায়োজনে অণু মোস্তাফিজ।

এই গান প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রিয় স্বদেশভূমি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দিবালোকের মত সত্য। তাই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমার ক্ষুদ্র উপহার এই গান। ’ 

তিনি আরও বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। একজন শিল্পী হিসেবে আমার চাওয়া- নিবেদিতপ্রাণ অগ্রজ শিল্পীরা যেন দেশের সংস্কৃতি অঙ্গনে তাঁদের মেধা ও অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট বিভাগগুলোতে কাজ করেন, যাতে দেশের সম্মান ও অগ্রগতি আরও বৃদ্ধি পায়। ’

গীতিকার শামছ আরেফিন বলেন, ‘শেখ হাসিনা’র যুগোপযোগী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন আজ বিশ্বের কাছে একটি মডেল দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তিনি সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাই নিজের দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে এই গানটি লেখা। গণসংগীতের প্রবাদপুরুষ ফকির আলমগীরের কণ্ঠে গানটি গীত হয়েছে, যা গানসংশ্লিষ্ট সবার জন্যেই আনন্দের। ’

প্রধানমন্ত্রীর জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) স্বপ্নতরী’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে গান-ভিডিও ‘শেখ হাসিনার জয়’।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।