ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জোভান ও তিশার ‘তুমি কি আমারই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
জোভান ও তিশার ‘তুমি কি আমারই’

রোমান্টিক-কমেডি ধাঁচের নিজের গল্পে ‘তুমি কি আমারই’ নাটক নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।  

নাটকটিতে নাদিম চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলার ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা।

 
নাটকটি প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রেম ও হাস্যরসের মিশ্রণে নাটকটি বানিয়েছি। জোভান ও তানজিন তিশার কেমিস্ট্রিটা ভালো মানিয়েছে। দর্শকরা উপভোগ করলেই আমাদের পরিশ্রম সার্থক।
গল্প প্রসঙ্গে তিনি বলেন, ছেলেটির নাম নাদিম ও মেয়েটির নাবিলা। তাঁদের দু’জনের নাম ‘না’ দিয়ে শুরু, কিন্তু তারা কি একে অপরকে জীবন সঙ্গী করতে ‘হ্যাঁ’ বলবেন? তাঁরই উত্তর মিলবে নাটকে।

এতে আরও অভিনয় করেছেন তারকা দম্পতি শহিদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকি । নাটকটিতে রয়েছে ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি গান। এর কথা, সুর ও কণ্ঠ আহমেদ সবুজের।

সম্প্রতি ঢাকার উত্তরায় ‘তুমি কি আমারই’র শুটিং সম্পন্ন হয়েছে। ইউটিউবে গানের ডালি চ্যানেলে চলতি মাসেই এটি প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।