ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমান স্মরণে রিচার্ডের কণ্ঠে ‘তোমাকে চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
সালমান স্মরণে রিচার্ডের কণ্ঠে ‘তোমাকে চাই’

মৃত্যুর দুই যুগ পরেও সমান জনপ্রিয় সালমান শাহ। এখনো অনেকের স্বপ্নের নায়ক তিনি।

সেপ্টেম্বর এলেই অশ্রুসিক্ত হয়ে ভক্তরা স্মরণ করেন তাঁদের প্রিয় এই নায়কে। বেঁচে থাকলে এখন সালমানের বয়স হতো ৪৯ বছর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্ষণজন্মা এই নায়কের জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘তোমাকে চাই’র টাইটেল সং নতুন করে গেয়ে প্রকাশ করলেন তরুণ উপস্থাপক সজল মিত্র রিচার্ড। নতুন আদলে তৈরি করা গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন লারা লোটাস ও শিল্পী নিজেই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মো. মশিউর রহমান।  

শুধুমাত্র সালমান শাহ'কে সম্মান জানিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে গানটি করা হয়েছে বলে জানান সজল মিত্র রিচার্ড। এছাড়া গানটিতে মডেল হতে পরে উচ্ছ্বাস প্রকাশ করেন লারা লোটাস।

প্রয়াত কিংবদন্তি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের অনবদ্য সৃষ্টি মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আরও দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
১৯৯৭ সালে সালমানের মৃত্যুর পর মুক্তি পেয়েছিলো মতিন রহমান পরিচালিত সালমান-শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’ চলচ্চিত্রটি।  

 

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।