ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মাস্তানের ভয়ে অরুপাকে রেখে পালালেন তার হবু বর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
মাস্তানের ভয়ে অরুপাকে রেখে পালালেন তার হবু বর!

অরুপার বিয়ে ঠিক, ছেলে কানাডা প্রবাসী। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি নন।

তারপরও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে যান ঢাকার বাহিরে।  

হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর তখনই সেখানে উপস্থিত হয় একদল মাস্তান। তাদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে জিম্মি করে মাস্তানরা। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে  নিয়ে যায় অর্কের বাড়িতে।

এরপর কী ঘটবে তা জানা যাবে, নাটক 'অরুপার গল্প'তে। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।

সম্প্রতি বিটুআই ভিশনের প্রযোজনায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসে একটি স্যাটেলাইট চ্যানেলে 'অরুপার গল্প' প্রচারের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।