ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
গানচিত্রে তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’ প্রকাশ্যে তৌসিফের নতুন গান ‘চোখে মেঘ জমেছে’

নতুন গান নিয়ে হাজির হলেন অডিও মাধ্যমের একসময়ের জনপ্রিয় গায়ক তৌসিফ। সিডি অ্যালবামের যুগে তার অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যাপক ব্যবসা সফল।

তৌসিফের মিষ্টি সুরের গান ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে-কানাচে।  

এখন আর আগের মতো নিয়মিত গান করেন না জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে, মাঝে মধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী।

পুরনো আবহে তৌসিফ নিয়ে এসেছেন নতুন একটি গান। এর শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে।

চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো- এমন কথায় সাজানো গানটি লিখেছেন লেখক-গীতিকবি স্যামুয়েল হক। গানের সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই। সংগীতায়োজন করেছেন মার্সেল।

গানটির ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। ভিডিওতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি সিরিজ মিউজিক’র ইউটউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘চোখে মেঘ জমেছে’।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।