ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের দু’সপ্তাহ না পেরোতেই স্বামীর নামে পুনমের মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
বিয়ের দু’সপ্তাহ না পেরোতেই স্বামীর নামে পুনমের মামলা

দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করার পর দুই সপ্তাহ না কাটতেই স্বামীর নামে মারধর ও হুমকির অভিযোগে থানায় মামলা করেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে। এরপর স্যামকে গ্রেফতার করে আদালতে নেয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গোয়ার একটি আদালত স্যামকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন।  

এর আগে মঙ্গলবার গোয়া থেকে পুনমের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ গোয়ার একটি গ্রামে। সেখানে একটি সিনেমার শুটিং করছেন পুনম। সেখান থেকেই সোমবার রাতে স্বামীর বিরুদ্ধে হেনস্থা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা করেন অভিনেত্রী। এরপর স্যামকে গ্রেফতার করে পুলিশ।  

বুধবার থেকে পরবর্তী চারদিনের মধ্যে স্যাম বোম্বেকে অভিযোগের উত্তর দিতে বলা হয়েছে।  

গেল ১১ সেপ্টেম্বর প্রযোজক স্যাম বোম্বের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিভিন্ন সময়ে মুখরোচক কারণে আলোচনার জন্ম দেওয়া অভিনেত্রী পুনম পাণ্ডে।  

আরও পড়ুন: কনের সাজে বিয়ে সারলেন পুনম পাণ্ডে

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।