ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সেরা প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
সেরা প্রভাবশালীর তালিকায় আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা

ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দারুণ এক বার্তা দিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর সেরা প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন এই অভিনেতা।

 

আয়ুষ্মান তার সেই পোস্টে লেখেন, ‘খুব সম্মানিত বোধ করছি এমন তালিকায় জায়গা পেয়ে। ’

ভিকি ডোনর দিয়ে বলিউডে যাত্রা করেছিলেন আয়ুষ্মান খুরানা। নানা ঝড় ঝাপ্টা পেরিয়ে তিনি এখন বলিউডের নির্ভরযোগ্য অভিনেতায় পরিণত হয়েছেন। তাকে দেখা গেছে আন্ধাধুন, শুভ মঙ্গল সাবধান, শুভ মঙ্গল জাদা সাবধান, দাম লাগাকে হাইশা, বেরেলি কি বরফি, আর্টিকেল ফিফটিন ও ডিম গার্ল'র মতো সিনেমায়।

এবার ভারত থেকে ৫ ব্যক্তি টাইমের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। আয়ুষ্মান ছাড়া বাকিরা হলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডা. রবীন্দ্র গুপ্তা ও শাহীনবাগের দাদি হিসেবে খ্যাতি পাওয়া বিলকিস।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।