ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রবাসীদের জীবনের গল্প নিয়ে নাটক 'অবদান'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
প্রবাসীদের জীবনের গল্প নিয়ে নাটক 'অবদান' 'অবদান'-এর একটি দৃশ্য

প্রবাসীদের বাস্তব জীবনের গল্প নিয়ে এস এম কামরুজ্জামান সাগর নির্মাণ করেছেন নাটক 'অবদান'। এটি রচনা করেছেন পাপ্পু রাজ।

 

সম্প্রতি গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন – ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকার ভাবে চিত্রনাট্য লিখেছেন। নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে।  

পরিচালক বলেন, সমাজে সম্মান পেতে হলে, শুধু বয়স বাড়লেই হয় না। তার সঙ্গে প্রয়োজন মোটা অংকের টাকার। তেমনই জীবনবোধের এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অবদান’।

কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনমেন্ট'র কর্ণধার সাজু মুনতাসির। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপর ৩টা ০৫ মিনিটে ‘অবদান’ দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।