ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে গীতি-নৃত্যনাট্য মঞ্চায়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে গীতি-নৃত্যনাট্য মঞ্চায়িত ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে গীতি-নৃত্যনাট্য মঞ্চায়িত হয়েছে, ছবি: বাংলানিউজ

যশোর: মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যুদ্ধকালীন যশোর রোডের শরণার্থীদের যুদ্ধবিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।  

এটি শুধু একটি কবিতাই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও।

আর সেই কালজয়ী কবিতা অবলম্বনে গীতি-নৃত্যনাট্য মঞ্চায়ন করেছেন যশোরের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে যশোর জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমিতে গীতি-নৃত্যনাট্যটি মঞ্চায়িত হয়।  

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাক্ষী এ কবিতা অবলম্বনে মুজিববর্ষ উপলক্ষে ‘‘সেপ্টেম্বর অন যশোর রোড’’ গীতি-নৃত্যনাট্যটি সার্বিক পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সুকুমার দাস।  

নাট্যাংশ পরিচালনা করেন কামরুল হাসান রিপন, নৃত্য পরিচালনায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী ও খাদিজা ইসলাম তন্বি, সংগীত পরিচালনায় ছিলেন তাওহিদুল ইসলাম ও শায়ন্ততী দেবনাথ। সেপ্টেম্বর অন যশোর রোডের অংশ পরিচালনা করেছেন কামরুজ্জামান তাপু এবং ভিডিও সম্পাদনায় ছিলেন অসীম সাহা।
 
জনসমাগম এড়াতে আয়োজনটি যশোর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং সিটি কেবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।