ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সন্দীপন ও সন্দীপার দ্বৈতগান গান ‘ভালোবাসি চলো আবারও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
সন্দীপন ও সন্দীপার দ্বৈতগান গান ‘ভালোবাসি চলো আবারও’ সন্দীপা ও সন্দীপন

নিয়মিতই গান প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী সন্দীপন মুখার্জি ও সন্দীপা। সেই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁদের দ্বৈতকণ্ঠের গান ‘ভালোবাসি চলো আবারও’।

গানটির কথা লিখেছেন বাংলাদেশের তরুণ গীতিকবি এম এ আলম শুভ। গাওয়ার পাশাপাশি এই গানের সুর করেছেন সন্দীপন মুখার্জী নিজেই। সংগীতায়োজনে শুভজিৎ ধর৷

এরই মধ্যে নির্মিত হয়েছে গানটি গল্পনির্ভর ভিডিও। এতে অভিনয় করেছেন জিৎ ও নাইস। সবমিলিয়ে এই গান নিয়ে বেশ আশাবাদি গানসংশ্লিষ্ট সবাই।

এই গান প্রসঙ্গে সংগীতশিল্পী সন্দীপন মুখার্জি বলেন, ‘এর আগে শুভ’র কথায় ‘ভালোবেসেছি তাই হেরেছি’ শিরোনামে একটি করেছি। সেটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় নতুন এই গানটি করা। আশা করছি, দুই বাংলার শ্রোতাদেরই গানটি ভালো লাগবে। ’

সময় চূড়ান্ত না হলেও শিগগিরই সন্দীপনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানচিত্রে প্রকাশ পাবে ভালোবাসি চলো আবারও’।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।