ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করণ জোহরের সহকর্মী ক্ষিতিজ প্রসাদ ৬ দিনের রিমান্ডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
করণ জোহরের সহকর্মী ক্ষিতিজ প্রসাদ ৬ দিনের রিমান্ডে ক্ষিতিজ প্রসাদ ও করণ জোহর

বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের অন্যতম প্রযোজক ক্ষিতিজ প্রসাদকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন করণ জোহরের দিকে।

করণ জোহরের মতো প্রভাবশালী ব্যক্তিও এবার এনসিবির সমন পাবেন কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে চাপা উত্তেজনা। এদিকে, গোয়ায় অবকাশ যাপন কাটিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই ফিরেছেন করণ জোহর।  

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতা উঠে আসতেই এনসিবির জালে ধরা পড়ছে একের পর এক বলিউড তারকা। ইতোমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, রিয়া চক্রবর্তীসহ অনেকের নামই জড়িয়েছে মাদককাণ্ডে।

একজন মাদক চালানকারীর স্বীকারোক্তিতে উঠে আসে করণ জোহরের নির্মাতা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনসের প্রযোজক ক্ষিতিজ প্রসাদের নাম। ভারতীয় সংবাদমাধ্যম টাইম নাউ জানিয়েছে, এই চিত্রপ্রযোজককে ৬ দিনের জন্য অর্থাৎ আগামী ৩ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে এনসিবি।  

জানা যায়, মাদক মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতিজের ৯ দিনের হেফাজত চেয়েছিল এনসিবি। তবে ৬ দিনের রিপান্ড পায় তারা।  

নিজের গ্রেফতার প্রসঙ্গে ক্ষিতিজ বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। ’ এনসিবি জানিয়েছে, তার কাছ থেকে মারিজুয়ানা সিগারেট ও ব্যাংক লেনদেনের খোঁজ পাওয়া গেছে। ক্ষিতিজ নিজে মাদক নিতেন, নাকি বলিউডের অন্যান্য বড় তারকাদের মাদক সরবরাহ করতেন সেটাই খোঁজ নেবে এনসিবি।  

মাদক মামলায় ধর্ম প্রোডাকশনসের কারও নাম চলে আসার পর শুক্রবার রাতেই করণ জোহর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেন, ক্ষিতিজ ধর্ম প্রোডাকশনসের কেউ না। ব্যক্তিগতভাবে তিনি ক্ষিতিজকে চেনেনই না।  

করণ জোহরের পার্টিতে একঝাঁক বলিউড তারকার মাদক গ্রহণের অভিযোগ উঠেছিল অনেক আগেই। ইদানীং সেই ভিডিওটি আবারও ঘুরপাক খাচ্ছে অন্তর্জালে। করণ বলেন, আমি মাদক নিই না, কাউকে উৎসাহিতও করি না।

আরও পড়ুন>> এনসিবি’র জেরায় বারবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা

>>মাদক-সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা

>> বাড়িতে মাদক পৌঁছে দিতেন রিয়া: রাকুলপ্রীতের স্বীকারোক্তি

>>‘ড্রাগ চ্যাট’ স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।