ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হাস্যোদ্দীপক নাটক ‘ডিস্টার্ব হাজবেন্ড’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
হাস্যোদ্দীপক নাটক ‘ডিস্টার্ব হাজবেন্ড’ রওনক-জারা

সম্প্রতি শুটিং সম্পূর্ণ হলো রুহুল আমিন পথিকের গল্পে জয় সরকারের পরিচালনায় রওনক হাসান এবং সানিয়া জামান জারা অভিনীত হাস্যোদ্দীপক নাটক ‘ডিস্টার্ব হাজবেন্ড’।  

গল্পে দেখা যায়, রাশেদ রাতে ঘুমালে প্রচণ্ড নাক ডাকে।

রাশেদের ওয়াইফ ঊর্মিলা এতে বেশ ক্ষিপ্ত হয়। এ নিয়ে প্রতিনিয়ত রাশেদের সঙ্গে ঊর্মিলা’র বাক-বিতন্ডা হয়। ঊর্মিলা বলে তার এই নাক ডাকার স্বভাব না গেলে সে তার সংসার করবে না।  

রাশেদ বাধ্য হয়ে নাক ডাকার ট্রিটমেন্ট করার জন্য এক ধান্দাবাজ ডাক্তারের পাল্লায় পড়ে। ডাক্তার দিনের পর দিন রাশেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বিভিন্ন রকমের বাজে ওষুধ-পত্র দিয়ে। কিন্তু রাশেদের নাক ডাকা বন্ধ হয় না। এভাবেই এগিয়ে যায় ডিস্টার্ব হাজবেন্ড’’ নাটকের গল্প।  

নাটকটিতে আরো অভিনয় করেন- শফিক খান দিলু, সায়লা কবিরাজ ও সাহেদ খন্দকারসহ আরো অনেকে।

জানা গেছে, নাটকটি খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।