ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের গানে প্রথমবার আলভীর কণ্ঠ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
নাটকের গানে প্রথমবার আলভীর কণ্ঠ

২০১৫ সাল থেকে গান করছেন সংগীতশিল্পী আলভী আল বেরুনি। তবে এতদিন কোন নাটকে গান করেনি তিনি।

এবারই প্রথম এই শিল্প কণ্ঠ দিয়েছেন একটি নাটকের গানে।

আলভীর 'টাকা টাকা করে' শিরোনামের গানটি ব্যবহিত হবে মাহবুবুর রশিদ বান্নাহ পরিচালিত  'লায়ার কাপল' নাটকে। গানটির কথা-সুরও এই শিল্পীর। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রত্যয় হিরণ ও মাহিমা। এছাড়া আলভীকেও গানের দৃশ্যে দেখা যাবে।

আগামী ৮ অক্টোবর গানটি প্রকাশ পাবে আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি (UCF)-এর ইউটিউব চ্যানেলে।  

এ প্রসঙ্গে সংগীতশিল্পী আলভী বলেন, দীর্ঘদিন ধরে গান করছি। তবে প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলাম। খুব ভালো লেগেছে। আমাকে নাটকে গান গাইতে অনুপ্রাণিত করার জন্য বান্নাহ ভাইকে ধন্যবাদ জানাই। কোনো ভুলত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

গানটি নিয়ে বড় ধরনের প্রত্যাশা রয়েছে বলে জানান বান্নাহ। গানটির কথা ও মিউজিক তরুণ সমাজ বেশ উপভোগ করবে বলে আশা তার।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।